• info@bdmsb.edu.bd
  • 01711009900
Logo

ভবানিপুর দাখিল মাদরাসাা

মাদ্রাসা কোড -১৩৫৯২ , জেলা কোড:-৩২

  • অফিস: লোকেশন
  • ডাকঘর ও থানা: শেরপুর , জেলা : বগুড়া
  • সলঙ্গা ফাজিল মাদ্রাসায় শতভাগ পাশসহ ১৩ জন জিপিএ-৫ পেয়েছে

     জি,এম স্বপ্না : চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। শতভাগ পাসসহ সর্বাধিক ১৩ জন জিপিএ-৫ পেয়েছে দাখিল পরীক্ষার্থীরা। সম্প্রতি মাদ্রাসার পক্ষ হতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়।

    এ সময় আনন্দে ভরে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। অভিভাবকসহ উত্তীর্ণরা ধন্যবাদ জানায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সকল শিক্ষকদের। উত্তীর্ণ সকল শিক্ষার্থীরা জানায়,আমাদের এই সফলতার জন্য প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকমন্ডলীদের ভুমিকাই মুখ্য।

    সফলতার ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,কমিটিসহ সবার সহযোগীতা কামনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাও: আ: মজিদ। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াদুল ইসলাম ফরিদ এবারের দাখিল পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান,নিবেদিত প্রাণ,একনিষ্ঠ অধ্যক্ষ মাও: আ: মজিদসহ সকল শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টার কারনেই এমন ফলাফল সম্ভব হয়েছে।